রাঙামাটিতে এডিপির ৩৩ লাখ টাকা ফেরত


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০২ জুলাই ২০১৫

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অধীন পাওয়া ৩৩ লাখ ৯৬ হাজার টাকা ফেরত দিতে হয়েছে। ২০১৪-২০১৫ অর্থবছরের শেষের দিকে পাওয়া বরাদ্দে এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় শেষ পর্যন্ত ওই টাকা ফেরত পাঠাতে হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী বদর উদ্দিন আহমদ।

জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা ওই উপজেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৯ জুন ২৬ লাখ ৯৯ হাজার এবং ১১ জুন ২৫ লাখ টাকা মিলে মোট ৫১ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ পাঠায়। কিন্তু অর্থবছরের শেষ পর্যায়ে ওইসব বরাদ্দের টাকা পাওয়ায় অল্প সময়ে কোন প্রকল্প নেয়া সম্ভব হয়নি। ফলে বরাদ্দের ৭০ ভাগ টাকা ফেরত দিতে হয়েছে।

উপজেলা প্রকৌশলী বদর উদ্দিন আহমদ জানিয়েছেন, দরপত্র আহ্বান থেকে কার্যাদেশ দেয়া পর্যন্ত সময়ের প্রয়োজন ৪২ দিন। সেক্ষেত্রে ১৫ জুন বরাদ্দ পাওয়ায় ওই উপজেলায় প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেয়া সম্ভব হয়নি। প্রাপ্ত বরাদ্দের ৩০ ভাগ অর্থ দিয়ে ১০টি প্রকল্পে ১৮ লাখ ২ হাজার ১৬৮ টাকা ব্যয় হয়েছে। অবশিষ্ট ৩৩ লাখ ৯৬ হাজার ৮৩২ টাকা ফেরত পাঠাতে হয়েছে। এদিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দের টাকা ফেরত চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

উল্লেখ্য, বিল্লইছড়ি উপজেলায় ১৯ মার্চ থেকে উপজেলা নির্বাহী অফিসার পদটি শূন্য থাকায় সেখানে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না। ফলে অনেক দিন ধরে ওই উপজেলায় কর্মরত কর্মকর্তা- কর্মচারীদের কাপ্তাই গিয়ে ফাইলে ইউএনওর স্বাক্ষর করিয়ে দাফতরিক কাজ করতে হওয়ায় সময়ের বিলম্বসহ দাফতরিক কাজে ব্যাহত হচ্ছে। এতে বিলাইছড়ি উপজেলায় উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।