ফতুল্লায় ২ ছিনতাইকারী গ্রেফতার


প্রকাশিত: ১০:২২ এএম, ০২ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি শপিং মলের সামনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় একটি অস্ত্রসহ দু`জনকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালে পাগলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুমন (২৪) পাগলা এলাকার মৃত আবু তালেবের ছেলে ও একই এলাকার আব্দুল হকের ছেলে মামুন। তাদের বিরুদ্ধে ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির শাহ জাগো নিউজকে জানান, পাগলা এলাকার একটি শপিং মলের সামনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, আসন্ন ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে।  ছিনতাইকারীরা একটি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সড়কসহ বিভিন্ন শপিং মলের সামনে অবস্থান নিয়ে ছিনতাই করে মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ রয়েছে।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।