নেদারল্যান্ডের নতুন কোচ ড্যানি ব্লিন্ড
নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যানি ব্লিন্ড। এই পদে তিনি সদ্য পদত্যাগ করা গাস হিডিঙ্কের স্থলাভিষিক্ত হলেন। ইউরো ২০১৬ বাছাইপর্বে দলের হতাশাজনক পারফরমেন্সেই হিডিঙ্ক সোমবার পদত্যাগ করেন।
এ সম্পর্কে রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন (কেএসভিবি) এক বিবৃতিতে বলেছেন, ড্যানি ব্লিন্ড ডাচ একাদশের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছে। তার মেয়াদ আগামী ১ আগস্ট থেকে শুরু হবে।
নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ৫৩ বছর বয়সী ব্লিন্ডের সাথে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত চুক্তি করেছে কেএনভিবি। তবে চুক্তির মূল শর্ত নির্ভর করছে ২০১৫-১৬ মৌসুমে দলীয় পারফরমেন্সের ওপর। এ সম্পর্কে কেএনভিবি’র প্রধান বার্ট ভ্যান উস্টভেন এক বিবৃতিতে বলেন, গাস হিডিঙ্ক চলে যাবার পরে এত তাড়াতাড়ি আমরা স্বদেশী একজন কোচ পেয়ে সত্যিই দারুন আনন্দিত।
আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে কমলা জার্সিধারীদের হতাশাজনক পারফরমেন্সে হিডিঙ্ক সোমবার তার পদ থেকে সড়ে দাঁড়ান। গাস হিডিঙ্কের সাথে ব্লিন্ড সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন। তার বাবা ডালে ব্লিন্ড ম্যানচেস্টার ইউনাইটেড এবং হল্যান্ড জাতীয় দলের সাবেক খেলোয়াড় ছিলেন।
এক বিবৃবিতে ব্লিন্ড তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আমি কঠোর পরিশ্রম করার ব্যপারে প্রতিশ্রুতিবদ্ধ। দল যাতে আগামী বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ খেলতে পারে সেটাই আমার মূল লক্ষ্য। এর আগে পরে আমি কোনকিছুর দিকেই তাকাবো না। আগামী ৩ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাবেন ব্লিন্ড।
এমআর/আরআই