ফিলিপাইনে ফেরিডুবি : নিহত ৩৬


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০২ জুলাই ২০১৫

ফিলিপাইনের লেইতে উপকূলে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে বলে জানায় বিবিসি ও রয়টার্স।

কোস্টগার্ডের ক্যাপ্টেন পেদ্রো তিনাম্পে জানিয়েছেন, ফেরিটিতে ১৭৩ যাত্রী ও ১৬ ক্রুসহ মোট ১৮৯ আরোহী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডুবে যাওয়া ফেরিটির আরোহীদের উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত ৩০ আরোহী নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। ফিলিপাইনের রেড ক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন, ইতোমধ্যে ৫০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশটির কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানিয়েছে, কিম নির্ভানা নামের ফেরিটি অর্মোক শহর থেকে কামোটেস দ্বীপপুঞ্জের সেবুর উদ্দেশে যাচ্ছিল।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।