নারী বিশ্বকাপের ফাইনালে জাপান


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০২ জুলাই ২০১৫

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত মিনিটের খেলা চলছে। আর এই অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই কপাল পুড়ল ইংল্যান্ডের। আত্মঘাতী গোলে নারী বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের। আর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠলো গতবারের চ্যাম্পিয়ন জাপান।

বুধবার কানাডার এডমনটনের কমনওয়েলথ স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। জাপানের মিডফিল্ডার সাওরি আরিয়োসিকে বক্সের বাইরে ফেলে দেন ইংল্যান্ডের ক্লারি রাফারটি। কিন্তু এতে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে জাপানকে ১-০ গোলে এগিয়ে দেন আয়া মিয়ামা।

অবশ্য ৮ মিনিট পরই সমতায় ফেরে ইংল্যান্ড। এবার ইংল্যান্ড গোল পায় ওই পেনাল্টি থেকেই। নিজেদের বক্সের ভেতর ইংল্যান্ডের স্টেফ হগটনকে ফাউল করেন জাপানের এক খেলোয়াড়। পেনাল্টি পেয়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান ফারা উইলিয়ামস। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

এরপর দ্বিতীয়ার্ধের খেলা ১-১ সমতাতেই এগিয়ে চলছিল। গোল পাচ্ছিল না কোনো দলই। কিন্তু অতিরিক্ত সময়ে বাসেটের ওই আত্মঘাতী গোলেই কপাল পোড়ে ইংল্যান্ডের। প্রথমবারের মতো নারী বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দলটির ফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আর ফাইনালে ওঠার আনন্দে মাতে জাপান।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ফাইনালে দুবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে গতবারের শিরোপাজয়ী জাপান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।