সলোমন দ্বীপপুঞ্জে মাঝারি মাত্র্রার ভূমিকম্প


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০২ জুলাই ২০১৫

সলোমন দ্বীপপুঞ্জে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৮।বুধবার রাত সাড়ে তিনটার দিকে এটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৮ দশমিক ৯ কিলোমিটার। এটি কিরাকিরা শহর থেকে ৯২ কিলোমিটার এবং রাজধানী হোনিয়ারা থেকে ৩শ ৩৪ কিলোমিটার দূরে আঘাত হেনেছিল।

তবে তাৎক্ষণিকভাবে ওই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।

উল্লেখ্য, ২০১৩ সালে ওই দ্বীপটিতে একটি ৮ মাত্রার ভূমিকম্পের পর সেখানে সুনামি আঘাত হেনেছিল। এতে ১০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া বহু বাড়ি-ঘর ধ্বংস হওয়ায় গৃহহীন হয়ে পড়েছিলেন হাজার হাজার মানুষ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।