আল-কায়েদার বাংলাদেশি প্রধান সমন্বয়কারীসহ ১২ জঙ্গি আটক


প্রকাশিত: ০৫:১৯ এএম, ০২ জুলাই ২০১৫

ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা শাখার (একিউআইএস) বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও সাবেক হুজি নেতা মুফতি মাইনুল ইসলাম ও একিউআইএস উপদেষ্টা(অ্যাডভাইজার) মাওলানা জাফর আমিনসহ ১২ জঙ্গিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরি সরঞ্জামাদি, বিভিন্ন ধরণের ক্ষুদ্রাস্ত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।