অক্টোবরে জেলা প্রশাসক পর্যায়ের বৈঠক
সীমান্তবর্তী অপরাধ ঠেকাতে এবং হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে দুই দেশের সীমান্তসংলগ্ন এলাকার জেলা প্রশাসক বা সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী অক্টোবরে এরকম একটি বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আর ২০১৫ সালে ভারতে এ বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।
সদ্যসমাপ্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের নয়া দিল্লিতে শনিবার অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে প্রকাশ করা যৌথ ইশতেহার থেকে এই তথ্য জানা গেছে। এ ছাড়া বৈঠক শেষে ভারতের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন আনুষ্ঠানকিভাবে সাংবাদিকদের ব্রিফ করেন।