সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজসমূহ সবার জন্য উন্মুক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ এএম, ১৮ নভেম্বর ২০১৭

‘সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপন উপলক্ষে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন জায়গায় নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এদিন বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাহাজসমূহ সরার জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার নিম্নোক্ত স্থানগুলোতে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা : সদরঘাট
নারায়ণগঞ্জ : নৌ ইউনিট পাগলা জেটি, নারায়ণগঞ্জ।
চট্টগ্রাম : নেভাল জেটি, নিউমুরিং, চট্টগ্রাম।
খুলনা : নেভাল বার্থ/রকেটঘাট।
মংলা : দিগরাজ নেভাল বার্থ/মংলা বন্দর
বরিশাল : বিআইডব্লিউটিএ ঘাট, বরিশাল।
চাঁদপুর : বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুর।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।