মহারানি ভিক্টোরিয়ার অন্তর্বাস নিলামে


প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০১ জুলাই ২০১৫

নিলামে উঠছে মহারানি ভিক্টোরিয়ার ব্যবহৃত সুতির অন্তর্বাস। বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্তর্বাসটির কোমরের মাপ ৪৫ ইঞ্চি। যে সংস্থা এই অন্তর্বাসটি নিলামে তুলছে তার কর্তা রিচার্ড এডমন্ডস জানিয়েছেন, অন্তর্বাসটি মহারানির জীবনের শেষ দশ বছরে ব্যবহৃত।

“প্রথম জীবনে রানি যথেষ্ট তন্বী ছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে তাঁর কোমরের মাপ পাল্লা দিয়ে বড় হতে থাকে।” জানিয়েছেন এডমন্ডস। তিনি আরও জানান, রানি ভিক্টোরিয়ার বিভিন্ন বয়সের এত ছবি আছে যে নিলামে উঠতে চলা অন্তর্বাসটি তাঁর কোন বয়সের, বুঝতে খুব একটা অসুবিধে হয় না।

ভিআর- অর্থাৎ তাঁর নামের আদ্যক্ষর খচিত এই অন্তর্বাস ইংল্যান্ডের সাসেক্স কাউন্টির একটি যাদুঘরের পক্ষ থেকে নিলামে তোলা হচ্ছে। ইয়েস্টারডেজ ওয়ার্ল্ড নামের যাদুঘরটির কর্তৃপক্ষ মহারানির ১২৫ বছর পুরনো এই অন্তর্বাসটি কিনেছিলেন তাঁর এক একান্ত পরিচারিকার কাছ থেকে।

পাশাপাশি নিলামে উঠবে রানি ভিক্টোরিয়ার তৃতীয় কন্যা প্রিন্সেস অ্যালিসের ব্যবহৃত জুতা এবং মোজা। মনে করা হচ্ছে, আগামী ১১ই জুলাইয়ের নিলামে কয়েক হাজার পাউন্ডে বিক্রি হবে রাজপরিবারের এসব পোশাক। এর আগে ২০১৪ সালে এক নিলামে রানি ভিক্টোরিয়ার হাঁটু অবধি একটি অন্তর্বাস ৬২০০ পাউন্ডে বিক্রি হয়েছিল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।