নাইক্ষ্যংছড়ির ৫৭ গ্রামে বিদ্যুৎ নেই ৭ দিন


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০১ জুলাই ২০১৫

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫৭ গ্রামে সাত দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে পোলট্রি খামার মালিকরা পড়েছেন বিপাকে। গত ২৪ জুন ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বুধবার রাত  পর্যন্ত তা চালু হয়নি।

স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন ঝড়ে গাছের ডাল ভেঙে ও গাছ উপড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। এতে ৩৩ কেভি লাইনের বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এছাড়াও বিদ্যুৎ এর বেশির ভাগ খুঁটি বন্যার পানিতে তলিয়ে যায়। অন্যদিক ঝড়ে উপজেলার দুটি ট্রান্সফরামার নষ্ট হয়ে যায়।

স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানায়, ঝড়ে বিদ্যুৎ লাইনের অনেকগুলো খুঁটি ভেঙে পড়ায় সাত দিন ধরে উপজেলার ৫৭টি গ্রামে বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে জনজীবন।

রামু বিদ্যুৎ বিভাগের নিবার্হী প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, সড়কে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়াসহ সংযোগ লাইনে বিভিন্ন স্থানে ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ঠিক করতে তারা দ্রুত কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

সৈকত দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।