ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকা চুক্তির ব্যাপারে ওয়ার্কিং গ্রুপ


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০১ জুলাই ২০১৫

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় দেশের প্রত্নতাত্ত্বিক এলাকা অন্তর্ভুক্ত করার জন্য কাজ করতে সরকার একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জানা যায়- সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্নতত্ত্ব অধিদফতর ১০ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। প্রত্নতত্ত্ব  বিভাগের মহাপরিচালক ও উপ-পরিচালক (প্রশাসন) যথাক্রমে গ্রুপের আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে। গ্রুপ বুধবার প্রথমবারের মতো কুমিল্লার ময়নামতি শালবন বিহার প্রত্নতাত্ত্বিক এলাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

ওয়াকিং গ্রুপ প্রত্নতাত্ত্বিক এলাকার প্রোপার্টি জোন (কোর জোন) এবং বাফার জোন নির্ধারণ করবে। এতে এ সকল প্রত্ন এলাকা হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্তির জন্য সহায়ক হবে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।