মুন্না হত্যা মামলায় মাহমুদ ৪ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০১ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার মুন্না হত্যা মামলায় গ্রেফতারকৃত মাহমুদ খানকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেফতারকৃত মাহমুদ খান ভোলাব এলাকার আজিজুল হক খানের ছেলে।

বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে মাহমুদকে ১০ দিনের রিমান্ড চেয়ে হাজির করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলিম সিকদার জাগো নিউজকে জানান, ২০১৩ সালের ১৯ এপ্রিল প্রেম ঘটিত বিরোধের জের ধরে মুন্না সরকারকে হত্যা করে পানির ট্যাংকিতে ফেলে রাখা হয়। সাত দিন পর ঘটনাস্থল থেকে পঁচন ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।