কমনওয়েলথ দাবায় রানী হামিদের স্বর্ণ


প্রকাশিত: ০১:৪২ পিএম, ০১ জুলাই ২০১৫

ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেছেন বাংলাদেশের রানী হামিদ। বুধবার সিনিয়র গ্রুপে (ঊর্ধ্ব-৬০ বছর) গ্রুপে প্রথম হন বাংলাদেশের এই আন্তর্জাতিক মহিলা মাস্টার।

রানী হামিদ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে এ পদক পান। এ গ্রুপে ভারতের দেব শিব শংকর রৌপ্য এবং মালয়েশিয়ার লিম কিয়ান হয়া ব্রোঞ্জ পদক পান।

এবারের কমনওয়েলথ দাবায় বাংলাদেশ মোট দুটি পদক পায়। সিনিয়র গ্রুপে রানী হামিদ স্বর্ণ এবং ওপেন অনুর্ধ্ব-১২ এ তিতাসের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ব্রোঞ্জ পদক পান।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।