ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ইসির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০১ জুলাই ২০১৫

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৫ জুলাই দেশব্যাপি ভোট দেয়ার যোগ্য এবং ভোট দেয়ার যোগ্য নন এমন নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে। ভোট দেয়ার যোগ্য নন এমন ১৫-১৭ বছর বয়সী সকল নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ হালনাগাদের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেশবাসীর কাছে তুলে ধরবেন বলে ইসির জনসংযোগ শাখা জানিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ৭২ লাখের বেশি নতুন নাগরিককে টার্গেট করে এ কাজটি শুরু করতে যাচ্ছে ইসি। সফলতার সঙ্গে সম্পন্ন করতে ইতিমধ্যে ১৮ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সারাদেশে বিশাল কর্মযজ্ঞ হওয়ায় এ কাজটি ইসির একার পক্ষে সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না।

তাই ইসি সচিব মো. সিরাজুল ইসলামকে সমন্বয় কমিটির আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে। এ কমিটি ভোটার তালিকা হালনাগাদের সার্বিক বিষয় দেখভাল করবেন। এছাড়াও সীমান্তবর্তী এলাকার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি করবেন।

কর্মকর্তারা আরো জানান, এতদিন শুধুমাত্র ১৮ বছরে পদাপর্ণকারী নাগরিকদের ভোটার তালিকাই নাম তুলেছে কমিশন। এবারই প্রথম ১৮ বছরের কম অর্থাৎ ১৫ থেকে ১৭ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করতে যাচ্ছে কমিশন।

এ হিসেবে ভোট দেয়ার যোগ্য এবং ভোট দেয়ার যোগ্য নন এমন প্রায় সোয়া ৭২ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে আগামী ২৫ জুলাই থেকে মাঠে নামছে ইসি। মূলত দুই ধাপে এ কাজটি শেষ করা হবে। পর্যায়ক্রমে শিশু থেকে শুরু করে সব পর্যায়ের নাগরিকদের তথ্য সংগ্রহ করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেবে ইসি।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। ইতিমধ্যে ২০১০, ২০১২ ও ২০১৪ সালের তালিকা হালনাগাদ হয়েছে। এ বছর চতুর্থ দফায় ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।