নগ্নতাই নারীর ক্ষমতায়ন!


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০১ জুলাই ২০১৫

নারীর ক্ষমতায়ন নিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন হলিউডি সুপার মডেল  রোজি হানটিংটন। তিনি বললেন, নগ্নতার মাঝেই নারীর ক্ষমতায়ন।

স্বাধীন মত, কর্মের স্বাধীনতা কিংবা বিয়ের আগেই মার্তৃত্বের স্বাদ গ্রহণের অধিকারকে নারীর স্বাধীনতার উদাহরণ মানতে নারাজ রোজি। তার মতে ‘নিজের শরীর মেলে ধরার মধ্যেই আছে আসল ক্ষমতা।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোজি এমনই জানালেন। সেখানে তিনি আরো বলেছেন, ‘আমি যখন ফটোশুট করতে ক্যামারের সমনে কাপড় ছাড়াই দাঁড়াচ্ছি তখন নিজের মধ্যের ক্ষমতাটাকে খুঁজে পাই। কারণটা আসলে যখন কোন নগ্ন ফটোশুট করা হয়, সবসময়ই তার নেপথ্যে থাকে ক্ষমতায়ন।’

এছাড়াও রোজি বলেন, ‘মেয়েরা যখন ব্যাকলেস পোশাক পরে, তখন বলা হয় নারীর মর্যাদা হানি করা হচ্ছে। কিন্তু জেনে রাখা দরকার সব মেয়েরাই অন্তর্বাস পরেন।’

এমনই বিতর্কিত মন্তব্য করে পেজ-ট্রি শিরোনামে উঠে এসেছেন রোজি। তাকে নিয়েই বিস্তর আলোচনা চলছে সবদেশের মিডিয়া পাড়ায়।

আরএএইচ/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।