গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স পুলিশের


প্রকাশিত: ০৯:১২ এএম, ০১ জুলাই ২০১৫

ঈদে গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সে থাকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ ঘোষণা দেন জেলা পুলিশ সুপার।

তিনি বলেন, ঈদের সময় যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে পুলিশ জিরো টর্লারেন্সে অবস্থান করবে। হয়রানি বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এরই মধ্যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।  এখানে অভিযোগ করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া বুধবার থেকে মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যানসহ বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা বন্ধ ঘোষণা করেন তিনি।

ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ও যানজট নিরসনে ঈদের আগে পরে তিনদিন মহাসড়কে জরুরী পণ্য পরিবহন ছাড়া সব ধরনের ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ।

তিনি আরো বলেন, ঈদে মহাসড়কে গাড়ির চাপ বাড়ে, যানজট সৃষ্টি হয়।  ফলে ঘরমুখী মানুষ ভোগান্তিতে পড়ে। তাই যানজট নিরসনে ও ঘরমুখী মানুষের কষ্ট লাঘবে ঈদের দিন, ঈদের আগের ও পরের দিন অর্থাৎ মোট তিনদিন মহাসড়কে সব ধরনের ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।  

এ তিনদিন ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে জরুরী পণ্যবাহী গাড়ি ছাড়া ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম পুলিশ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।