বাড্ডায় ককটেল বিস্ফোরণে শিশু আহত


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০১ জুলাই ২০১৫

রাজধানীর মধ্য বাড্ডায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে রবিউল হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মধ্য বাড্ডার ৪ নম্বর সড়কের কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

রবিউল হোসেনের পিতা ফারুক হোসেন জানান, দুপুরের দিকে রবিউল তার সমবয়সী এক ছেলের সঙ্গে খেলা করছিল। এমন সময় একটি পরিত্যক্ত ককটেল কুড়িয়ে পায় তারা। পরে ককটেলটি হাতের নিলে এক পর্যায়ে বিস্ফোরণে হলে রবিউল আহত হয়।

পরে তাকে উদ্ধার করে বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ফারুক হোসেন জানান, রবিউল স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

ককটেল বিস্ফোরণে রবিউলের চোখ, মুখ ও দুই হাতের আঙ্গুল ক্ষতে সৃষ্টি হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।