বনানীতে অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

রাজধানীর বনানীতে মুন্সি ওভারসিজের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সিদ্দিক হোসেন (৫০) নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে বনানী চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির অফিসে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক হোসেনের বাড়ি টাঙ্গাইলে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। একজনকে গুলির পর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এসময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে।’

নিহতের সুরৎহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।