ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির সদস্য হলেন টিউলিপ
যুক্তরাজ্যের হাউস অব কমন্সের উইম্যানস অ্যান্ড ইকুইলিটি বিষয়ক সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার লন্ডন স্থানীয় সময় সকালে টিউলিপ সিদ্দিক এই পদে নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, সবার কাছে দোয়া চাই, যে আশা নিয়ে লেবার পার্টি আমার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।
এর আগে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি মারিয়া মিলার দুই সপ্তাহ আগে এই কমিটির চেয়ার নির্বাচিত হন। এমপিদের কয়েক বছরের দাবির মুখে সম্প্রতি নারী ও সমতা বিষয়ক বিষয়গুলো দেখাশোনার জন্য একটি পার্লামেন্টারি সিলেক্ট কমিটি করে যুক্তরাজ্য সরকার।
প্রসঙ্গত, গত ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ভোটে জয়ী হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
এসকেডি/পিআর