অর্থাভাবে সবুজের উচ্চ শিক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা


প্রকাশিত: ০৬:০৪ এএম, ০১ জুলাই ২০১৫

দিন মজুরের ছেলে সবুজ নিজের অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে জিপিএ ৫ পেয়েছে। সে উচ্চ শিক্ষা নিতে চায়। কিন্তু দরিদ্র বাবার পক্ষে ছেলের লেখাপড়ার খরচ চালানো অসম্ভব। ফলে অর্থের অভাবে মেধাবী এ শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং আরাজি মোলানী গ্রামের দিনমজুর মকবুল হোসেনের ছেলে সবুজ চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে  জিপিএ ৫ পেয়েছে। পরিবারের অর্থিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষকদের ঐকান্তিক সহযোগিতায় সাফল্যের সাথে জিপিএ ৫ অর্জন করতে পেরেছে সবুজ।

লেখাপড়া করে সবুজের উচ্চ শিক্ষা অর্জনের প্রবল ইচ্ছা থাকলেও বাবার আর্থিক সমস্যা তার লেখাপড়া চালানোর জন্য সহায়ক নয়। তার বাবা মকবুল হোসেন একজন দিনমজুর। মা মহসিনা বেগম গৃহিণী। এছাড়া পরিবারে ১ বোন ও ২ ভাই রয়েছে। ৫ সদস্যের সংসারে দিন মজুরি করে বহু কষ্টে খরচ চালাতে হয় মকবুল হোসেনকে।

এ অবস্থায় অর্থের অভাবে লেখাপড়া চিরতরে বন্ধ হতে পারে মেধাবী এ শিক্ষার্থীর। সরকারি বা বেসরকারি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে সবুজ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।