যেভাবে অনলাইনে দেয়া যাবে ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১৪ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

এখন থেকে ঢাকা দক্ষিণ সিটির অধিবাসীরা ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। সোমবার এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি নিজের নাজিরাবাজার বাড়ির হোল্ডিং ট্যাক্স অনলাইনে পরিশোধ করেন।

এটিএন অ্যান্ড আরকের কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এ রেভিনিউ অটোমেশন কার্যক্রম চালু করেছে।

যা করতে হবে : অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য প্রথমে ডিএসসিসির ওয়েবসাইটে ঢুকে সেখানে ই-রেভিনিউ অপশনে ক্লিক করলে গ্রাহকের রেজিস্ট্রেশন ফরম আসবে। গ্রাহকের মোবাইল, ই-মেইল নম্বরসহ বিভিন্ন তথ্য দিয়ে ফরমটি রেজিস্টার্ড করতে হবে। এরপরই হোল্ডিং নম্বর সম্পর্কিত ফরম আসবে। সেখানে হোল্ডিংয়ের যাবতীয় তথ্য যুক্ত করার পর কী পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া আছে সে বিষয়ে তথ্য দেখা যাবে। পরিশোধ করতে চাইলে পরিশোধ অপশনে গিয়ে গ্রাহক তার ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করবেন। এরপরই মোবাইলে মেসেজ চলে আসবে কার্ড থেকে তার কত টাকা হোল্ডিং ট্যাক্স বাবদ কাটা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, আপাতত অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের ব্যবস্থা চালু হয়েছে; পরবর্তীতে মোবাইলের মাধ্যমেও এ ব্যবস্থা চালু হবে।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।