ডিএসসিসির অনলাইন হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। সোমবার নগর ভবনের রাজস্ব বিভাগের রেভিনিউ অটোমেশন কার্যক্রমের উদ্বোধন পর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অনলাইনের মাধ্যমে তার নাজিরাবাজার বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করেন।

এ সময় তিনি বলেন, এখন থেকে ঢাকা দক্ষিণের অধিবাসীরা ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। এ কার্যক্রম উদ্বোধনের মধ্যদিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিল।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রেভিনিউ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কারিগরি সহযোগিতা প্রদান করে এটিএন অ্যান্ড আরকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রকল্প পরিচালক আব্দুল খালেক, উপ-প্রকল্প পরিচালক উত্তম কুমার কর্মকার, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. সাইদুর রহমান, সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকন, প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রমুখ।

এএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।