হত্যার হুমকির প্রতিবাদে প্রেসক্লাবে ডিএসইসি’র মানববন্ধন


প্রকাশিত: ০২:৫১ পিএম, ৩০ জুন ২০১৫

আনসারুল্লাহ বাংলাটিম কর্তৃক দেশের ২৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালান করেন তারা। এ সময় তারা এ হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে জঙ্গিবাদ ও মৌলবাদ গোষ্ঠী প্রতিষ্ঠিত করার জন্যই আনসারুল্লাহ বাংলাটিম এ হত্যার হুমকি দিয়েছে। কেননা প্রগতিশীল মানুষ যতোদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততোদিন পর্যন্ত এ দেশে কোনো জঙ্গিবাদ গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তাই এসব প্রগতিশীল মানুষদের স্তব্ধ করে দেওয়ার জন্যই হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

বক্তারা আরো বলেন, জঙ্গি গোষ্ঠীরা এখন পর্যন্ত যেসব প্রগতিশীল মানুষদের হত্যা করেছে। সেগুলোর যদি সুষ্ঠু বিচার হতো তাহলে আজকে তারা দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিতে সাহস পেতো না।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি কেএম শহিদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য আলাল হোসেন, মফিজুর রহমান বাবু, নাসির উদ্দিন বুলবুলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।