গ্রিস সংকটে আতঙ্কিত বিদেশি খেলোয়াড়রা


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৩০ জুন ২০১৫

গ্রিস সংকটের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে দেশটির বিভিন্ন ক্লাবে অংশ নেয়া বিদেশি খেলোয়াড়রা। কারণ, তারা ইউরো বিনিময় সংক্রান্ত চুক্তিতে সেখানে খেলছেন। যেটি নিয়ে এখন দেশ জুড়ে চলছে অর্থনৈতিক সংকট। দেশটির ক্রীড়া দৈনিক গোল নিউজের মঙ্গলবারের সংস্করণের রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

এখন দেশটি ইউরো জোনে থাকবে, নাকি বের হয়ে যাবে সে বিষয়ে মতামত দিতে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে গ্রিসবাসী। এমন পরিস্থিতিতে নিজেদের মজুরির নিরাপত্তার জন্য দেশটির বিভিন্ন শীর্ষ ক্লাবে চুক্তিবদ্ধ হওয়া বিদেশি খেলোয়াড়রা তাদের এজেন্টদের মাধ্যমে যোগাযোগ শুরু করেছে।

পত্রিকার সংবাদ অনুযায়ী বিদেশি খেলোয়াড়রা এই নিয়ে আতঙ্কিত যে, একবার যদি গ্রিস ইউরো জোন থেকে বের হয়ে যায়, তাহলে তাদের চুক্তিভুক্ত অর্থের মান অর্ধেকেরও কমে নেমে আসবে।

এতে বলা হয়, ‘সুপার লীগের ক্লাব অলিম্পিয়াকো, পানাথিনাইকোস, এইকে, পিএওকে-সহ অন্য ক্লাবগুলো খেলোয়াড়দের সঙ্গে তাদের পূর্বের চুক্তির ডাবল মজুরি দেয়া শুরু করেছে।’

গোল নিউজ জানায়, সপ্তাহ জুড়ে সুপার লীগের ক্লাবগুলো খেলোয়াড়দের এজেন্টদের কাছ থেকে বিপুল পরিমাণ ফোন কল পেয়েছে। তারা জানতে চেয়েছে, যদি প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যায়, তাহলে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়ে যাওয়া খেলোয়াড়দের মজুরি কিভাবে দেয়া হবে। অতীতে ইউরো’তে খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদান করা হতো। পাশাপাশি এজেন্টরা তাদের খেলোয়াড়দের মজুরির অর্থ গ্রিসের বাইরে অন্য কোথাও গচ্ছিত রাখতে চাইছে।

সংবাদপত্রটিতে আরো বলা হয়, ‘গ্রিস যদি ইউরো জোন থেকে বেরিয়ে যায়, তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী ইউ খেলোয়াড় হিসেবে সেখানে খেলার যে সুযোগ বর্তমানে তারা পাচ্ছে তখন সেটি তারা পাবে না। ফলশ্রুতিতে ক্লাব থেকে তাদের বিতাড়িত হতে হবে, যেটি নিয়েও তারা বেশ শঙ্কিত।’

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।