গাজীপুরে ডাকাতির লুণ্ঠিত পিস্তল উদ্ধার: গ্রেফতার ২
গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস মালিকের প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত ২ ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া লুণ্ঠিত মালামালের মধ্যে একটি আইপ্যাড, দুইটি দামি মোবাইল সেট, হাত ঘড়ি, ৬ রাউন্ড গুলি, পিস্তল রাখার বেন্ডডলিও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার লাকসামের ভান্নাঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে মানিক হোসেন (২০) ও তুরাগের কামারপাড়ার পাটুনিয়া এলাকার আবদুল জলিলের ছেলে সাগর (২০)।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জাগো নিউজকে জানান, গত ১৬ জুন রাতে রাসেলের নেতৃত্বে তারা ৯ জন মিলে টঙ্গী-কামারপাড়া সড়কের কামারপাড়া ব্রিজের কাছে গাজীপুরের ভোগড়ার গরীব অ্যান্ড গরীব গার্মেন্টেসের মালিক নাজমুল হক ভুইঁয়ার প্রাইভেটকার থামিয়ে নগদ ২ লাখ টাকা, গুলিভর্তি বিদেশি পিস্তল, আইপ্যাড, মোবাইল, হাতঘড়ি, জরুরি কাগজপত্রসহ ব্রিফকেস লুট করেন।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা হলে গত রোববার প্রথমে মানিককে তার এক আত্মীয়ের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থেকে এবং সাগরকে শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইয়ুমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দু’জনের দেওয়া তথ্যে রাতে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামে দলনেতা রাসেলের শ্বশুর বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার করা হয়। গোপন সূত্রে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার রাতে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামে দলনেতা রাসেলের শ্বশুর বাড়িতে ফের অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির পুকুর পাড়ে রাসেল তার বাহিনী নিয়ে পুলিশের উপর গুলিবর্ষণ করেন। পুলিশ পাল্টা গুলি চালালে পিস্তলটি ফেলে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী রাসেল পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলটি উদ্ধার করে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমআরআই