তেলের চালানে কোকেন : রাজধানীতে আটক ২


প্রকাশিত: ০৮:২৭ এএম, ৩০ জুন ২০১৫

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখি তেলের চালানের কোকেন পাওয়ার ঘটনায় রাজধানী থেকে দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা  ও তদন্ত অধিদফতর। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
 
শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেল আমদানির সঙ্গে এই দুই ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে তাদের আটক করা হয়েছে।
 
তবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এর আগে সূর্যমুখি তেল আমদানির ঘোষণা দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে একটি কন্টেইনার ১০৭ ব্যারেল তেল আমদানি করে চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

পরে রোববার কন্টেইনারের ৯৬ নম্বর ড্রামে তরল কোকেনের অস্তিত্ব খুঁজে পায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।
 
এআর/বিএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।