ঈদ বাজার : পাঞ্জাবি ও টি-শার্টে আগ্রহী ক্রেতারা


প্রকাশিত: ০৮:১৭ এএম, ৩০ জুন ২০১৫

এবারের ঈদের বাজারে পাঞ্জাবি ও টি-শার্টের দোকানগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। বর্তমানে শর্ট ও সেমি লং পাঞ্জাবির চাহিদা বেশি থাকলেও রমজানের শেষ দিকে লং পাঞ্জাবির বিক্রি বাড়বে বলে প্রত্যাশা করছেন দোকানিরা। ক্রেতারা বলছেন, পাঞ্জাবি পরে ঈদের একটা আমেজ বোধ করি। ঘুরে ঘুরে বিভিন্ন পাঞ্জাবি দেখছি পছন্দ হলেই নিয়ে নেবো।

টি-শার্টের মধ্যে নতুন ডিজাইনের ফাইন কটন ও পোলো টি-শার্টের চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। রমজানের প্রথম দিকেই ক্রেতা সমাগম তুলনামূলক বেশি। কেনাকাটার ভিড়ের দৃশ্য এখন রাজধানীর সব শপিংমল ও মার্কেটে। আসছে ঈদ উপলক্ষে পোশাকের দোকানে ছেলেদের ভিড়ই বলে দিচ্ছে ধর্মীয় উৎসবে তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি।

আর এবার সাদা ছাড়াও নানা রং, নকশা আর কাট, এই তিনের মিশেলে এমন পাঞ্জাবিই ক্রেতাদের পছন্দ, ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে যা ফুটিয়ে তুলবে তাদের রুচিবোধ। এদিকে রমজানজুড়েই বাড়তি ব্যবসা আর সব বয়সী ক্রেতার পছন্দ মাথায় রেখেই বিক্রেতারাও পসরা সাজিয়েছেন সেমি লং, শর্টসহ নতুন ডিজাইনের সব পাঞ্জাবির।

বিক্রেতা বলছেন, বর্তমানে শর্ট পাঞ্জাবির চাহিদা বেশি। আশা করি, ২০ রমজানের পর লং পাঞ্জাবির চাহিদাও বাড়বে। তরুণদের জন্য সেমি লং পাঞ্জাবিটা বেশি চলছে। আর সাদা পাঞ্জাবির তো তুলনাই হয় না। সব বয়সের লোকই পরতে পারে।

ক্রেতারা বলছেন, ঈদের নামাজ পড়বো পাঞ্জাবি পড়ে। আর বিকেলে বেড়ানোর সময় টি-শার্ট পরবো। ছেলেদের ঈদ কেনাকাটায় ব্যস্ত সব শপিংমলে খুব বেশি না হলেও বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ফতুয়া ও ফর্মাল শার্টও।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।