বাহরাইনে বৈধ হচ্ছেন ৪০ হাজার বাংলাদেশি


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ৩০ জুন ২০১৫

বাহরাইন সরকার ৪০ হাজার প্রবাসী বাংলাদেশিকে বৈধতা দিতে যাচ্ছে। দেশটিতে অবস্থিত অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ গ্রহণ করা যাবে।

এ সুযোগের ফলে বাহরাইনে থাকা প্রায় ৪০ হাজার বাংলাদেশি নতুন করে বৈধভাবে সেখানে থাকা বা বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন। এ জন্য কোনো ধরনের ফি লাগবে না।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মুহিদুল ইসলাম জানান, এর মাধ্যমে যারা দীর্ঘ দিন ধরে বাহরাইনে অবস্থান করছেন, তারা নির্বিঘ্নে দেশে ফিরতে পারবেন। তাদের কালো তালিকাভুক্ত করা হবে না।

তিনি আরো বলেন, কারো পাসপোর্ট হারিয়ে গেলে দূতাবাস আউট পাস দিয়ে দেবে। সেটি নিয়ে দেশে ফিরে পুনরায় পাসপোর্ট তৈরি করে বাহরাইনে যাওয়া সম্ভব হবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।