ছিনতাইয়ের অভিযোগে গণধোলাই, নিহত ১


প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৯ জুন ২০১৫

ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টনে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে পল্টন থানা পুলিশ তাদের আটক করে থানায় নেয়।

তবে অভিযোগ উঠেছে আটকের পর পুলিশী হেফাজতে ওই দুই জনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় শামীম (৩০) নামে ছিনতাইকারী বলে অভিযুক্তদের একজন রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপর গুরুতর আহত অভিযুক্ত হলেন, আব্দুল করিম(৩৫)। পল্টন থানার এসআই মনছুরের টিম থেকে গুলি চালানো হয় বলে জানা গেছে।

পল্টন থানার এসআই শরীফ জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পল্টনের তোপখানা রোডে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ এক লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন শামীম ও আব্দুল করিম। জনতার হাতে গণধোলাইয়ের পর পুলিশ তাদের উদ্ধার করে। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শামীম মারা যান। অপর ছিনতাইকারী আব্দুল করিমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

তবে পুলিশী হেফাজতে ছিনতাইকারীদের পায়ে গুলি চালানো বিষয়টি অস্বীকার করেন তিনি।

এব্যাপারে পল্টন থানার এসআই মনছুরের সাথে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।