ধুলাবালি কমাতে সড়কে পানি ছিটাবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৯ নভেম্বর ২০১৭

শুষ্ক মৌসুমে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে ধুলাবালি কমানোর লক্ষ্যে পানি ছিটাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

নগরবাসীদের বায়ুদূষণ থেকে রক্ষাকল্পে ডিএনসিসি ১৪টি গাড়ির মাধ্যমে নগরীর প্রাইমারি (প্রধান) সড়ক ও নির্মাণাধীন বৃহৎ ভবনের সামনের সড়কে পানি ছিটানো, ধৌতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার নগর ভবন প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মেয়র বলেন, পুরো শুষ্ক মৌসুমে দিনে দুইবার নগরীর ৫০ কিলোমিটার প্রাইমারি সড়ক ধৌতকরণ কাজ চলবে। ৯টি গাড়ি দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। আরও ৫টি গাড়ি এ কাজে যুক্ত হবে।

মেয়র বলেন, ধুলার কারণে নারী, পুরুষ বিশেষতঃ শিশুদের শ্বাসকষ্টজনিত নানা সমস্যা দেখা দেয়। সে কারণে কর্পোরেশন শিক্ষাঙ্গনগুলোর সামনের সড়ক, নির্মাণাধীন বড় বড় ভবনের সম্মুখ সড়কেও পানি দিয়ে ধৌত করবে।

উদ্বোধনকালে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ছাড়াও বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এএস/এএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।