‘দিদি ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি আসুন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ এএম, ০৯ নভেম্বর ২০১৭

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আমন্ত্রণ জানান।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ভৈরব রেল সেতু, তিতাস সেতু ও খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেন।

train-2

ভিডিও কনফারেন্সের শেষে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘দিদি ইলিশ মাছ আছে, তাড়াতাড়ি আসুন।’

আজ (বৃহস্পতিবার) প্রথম দিন কলকাতার কয়েকজন যাত্রী ও রেল কর্মকর্তাকে নিয়েই যাওয়া-আসা করবে ‘বন্ধন এক্সপ্রেস’। এ ছাড়া ১৬ নভেম্বর থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে এ ট্রেন।

এইউএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।