রাবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৯ জুন ২০১৫

শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ভর্তি সংকট নিরসনে দেশের প্রতি জেলায় পাবলিক বিশ্বাবদ্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিলটি তাদের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে। শিক্ষা ধ্বংসের সকল পরিকল্পনা বাতিল করতে হবে এবং ক্যাম্পাসে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীর নিরাপত্তাসহ পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসন নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন এবং কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক কিবরিয়া হোসেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।