পূর্বাচল-নারায়ণগঞ্জ মেট্রোরেলে চায়না কোম্পানির আগ্রহ
ঢাকা মহানগরীর পূর্বাচল থেকে নারায়ণগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সিক্সথ গ্রুপ বা সিআরএসজি। সোমবার সকালে চীন সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সঙ্গে সাক্ষাতকালে সিআরএসজি’র ভাইস জেনারেল ম্যানেজার জু হিং-এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী আগ্রহী প্রতিষ্ঠানকে বাংলাদেশের বিদ্যমান নিয়মানুযায়ী প্রস্তাব প্রেরণের পরামর্শ দেন। সাক্ষাৎকালে সেতুবিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রুহুল আমিন সিদ্দিক এবং বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
৩০ জুন স্থানীয় সময় বিকেল ৩টায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠানের সঙ্গে সেতু বিভাগের চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এসময় চীনের পরিবহনমন্ত্রী উপস্থিত থাকবেন।
চীন সফররত বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী’র সঙ্গে হোটেল স্যুটে চায়না হার্বারের এক প্রতিনিধিদলের সাক্ষাৎকালে মিরেরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত ১৬০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি.। চায়না হার্বারের প্রেসিডেন্ট ও সিইও লিন উইচু প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসময় বলেন, সরকার মিরেরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক নির্মাণে অগ্রাধিকার দেবে। এটি হবে এক্সপ্রেসওয়ে, মেরিন ড্রাইভের মতো। এ সড়ক দেশের পর্যটন সম্ভাবনাকে বিকশিত করবে।
তিনি আগ্রহী প্রতিষ্ঠানকে পরিকল্পনা কমিশনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তাব প্রেরণের পরামর্শ দেন।
উল্লেখ্য, উত্তরা হতে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এমআরটি-৬ বা মেট্রোলের রুটের কাজ আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ৮টি প্যাকেজের মধ্যে তিনটির দরপত্র আহ্বান করা হয়েছে। পূর্বাচল থেকে ঝিলমিল পর্যন্ত মেট্রোরেল রুট বা এমআরটি-১ নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে।
এএসএস/এসএইচএস/পিআর