ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই চলবে মেসেঞ্জার


প্রকাশিত: ১১:২১ এএম, ২৯ জুন ২০১৫

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপসটি। শুধু নিজের নাম আর ফোন নম্বর দিয়েই এখন থেকে মেসেঞ্জারে সাইন-আপ করা যাবে।

দ্য নিউজ ট্রাইবের খবরে বলা হয়েছে, মেসেঞ্জার ব্যবহার করতে আর ফেসবুক লাগবে না। ফেসবুক ব্যবহারকারী ছাড়াও যেকোনো মোবাইল ফোন ব্যবহারকারীরাও এই বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।

ফেসবুকের এক কর্মকর্তা বলেন, শুধুমাত্র সাইন আপ করতে হবে বলে অনেকেই ফেসবুক ব্যবহার করা থেকে দূরে সরে যাচ্ছেন। তাই সাইন আপ করার ঝামেলা এড়াতে আমরা নতুন এ উদ্যোগ নিয়েছি। আশা করছি এই অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়বে।

অ্যাপে ঢুকে নাম, মোবাইল নম্বর ও নিজের ছবি দিয়ে ফেসবুক মেসেঞ্জারে `সাইন আপ` করা যাবে। মেসেঞ্জারে ঢুকলেই প্রথম স্ক্রিনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিনা তা জানতে চাওয়া হবে। না থাকলে সেখানে দেওয়া অপশন অনুযায়ী চললে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই খুলতে পারবেন মেসেঞ্জার।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।