চালসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২ এএম, ০৮ নভেম্বর ২০১৭

চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ গণঐক্য। পাশাপাশি দুর্নীতিবাজ খাদ্য কর্মকর্তা ও ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিও জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চালের দামের পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা খুব খারাপ সময় পার করছেন।

তারা আরও বলেন, মানুষ এখন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। তারা নিরব দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছে। গোটা দেশকে সরকার দলীয় লোকেরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

আয়োজক সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, গণ শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাংবাদিক নেতা আফজাল বারী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জরুল ঈশা প্রমুখ।

এএস/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।