রংপুরে ১৫ দিনব্যাপি বৃক্ষমেলা শুরু


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৯ জুন ২০১৫

`পাহাড় সমতল উপকূলে, গাছ লাগাই সবাই মিলে, দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ` স্লোগানকে সামনে রেখে রংপুর জিলা স্কুল মাঠে শুরু হয়েছে ১৫ দিনব্যাপি রংপুর বিভাগীয় বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং বন বিভাগ রংপুরের অয়োজনে সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দেলোয়ার বখ্ত।

রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন বিভাগ বগুড়া অঞ্চলের সংরক্ষক আব্দুল মাবুদ, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম, রংপুর খামার বাড়ির উপ-পরিচালক জুলফিকার হায়দার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন এবং নার্সারী মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, রংপুর অঞ্চলের মানুষের মাঝে বৃক্ষ রোপণের আগ্রহ বাড়াতে ও গাছের চারা কিনতে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং গাছ মানুষের প্রকৃত বন্ধু উল্লেখ করে বক্তারা সকল শ্রেণি পেশার মানুষকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং বন বিভাগ রংপুরের উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সব পেশার মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।