তিতাসের ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২২ এএম, ২৯ জুন ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাসের ছাত্রলীগ নেতা মাসুম সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা নূর মোহাম্মদ লালন শিকদারকে গ্রেফতার করেছে ডিএমপির শের-ই- বাংলানগর থানা পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। সোমবার বিকালে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত লালন শিকদার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামের আক্তার হোসেন নিজাম শিকদারের ছেলে। সে ওই হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নূর মোহাম্মদ লালন শিকদারকে ফার্মগেইট এলাকায় জনতা আটক করে শেরর-ই- বাংলানগর থানায় পুলিশে সোপর্দ করে। পরে তাকে পুলিশ হেফাজতে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৫ মে গভীর রাতে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম সরকার নিহত হয়। এ ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির বাদী হয়ে তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম সোহেল শিকদার ও লালন শিকদারসহ ৪০ জনের বিরুদ্ধে তিতাস থানায় হত্যা মামলা দায়ের করে।

মো. কামাল উদ্দিন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।