জাবিতে গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স কোর্স চালু


প্রকাশিত: ১০:১২ এএম, ২৯ জুন ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের অধীনে গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স (স্নাতকোত্তর) কোর্স চালু হয়েছে। বিভাগটির সভাপতি বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন সেমিস্টার (১২ মাস) মেয়াদি এই স্নাতকোত্তর কোর্স ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। আগ্রহীরা সরকার ও রাজনীতি বিভাগের অফিস থেকে নির্ধারিত মূল্যের (আটশত টাকা) বিনিময়ে এ আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া বিভাগের ওয়েবসাইটে  (www.govpoliju.com) থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাশ শুরু হবে। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

প্রথমে আবেদনকৃতদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সামাজিক বিজ্ঞান/কলা বিষয়ে স্নাতকোত্তর বা অন্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি,  তিন বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ভর্তি ফি এককালীন ২০ হাজার টাকা দিতে হবে। প্রতি তিন সেমিস্টার ফি হিসেবে প্রতি সেমিস্টার ২০ হাজার টাকা হারে ফি দিতে হবে।

গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিভাগের নিজস্ব ওয়েবসাইটে (www.govpoliju.com)।

হাফিজুর রহমান/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।