কিশোরগঞ্জে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ : জনদুর্ভোগ চরমে


প্রকাশিত: ১০:০৩ এএম, ২৯ জুন ২০১৫

কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের দু`পক্ষের বিরোধের জের ধরে তৃতীয় দিনের মতো সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  ধর্মঘটের ফলে গাইটাল আন্তঃজেলা বাস-টার্মিনাল, বত্রিশ বাসস্ট্যান্ডসহ সবকটি স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

এ দিকে এ সংকট নিরসনে কার্যত কোনো ভূমিকা নিচ্ছেনা প্রশাসন।  গত শনিবার থেকে মালিক সমিতির ডাকে এ ধর্মঘট শুরু হয়।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচনকে সামনে রেখে শ্রমিকদের দু’টি অংশ মুখোমুখি অবস্থান নেয়। এর জের ধরে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়ার নেতৃত্বে শ্রমিকদের একাংশ গত শনিবার পরিবহন ধর্মঘটের ডাক দেয়।  এতে ক্ষুব্ধ হন পরিবহন মালিকরা।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে জেলা সড়ক ভবনে জরুরি বৈঠকে বসে পরিবহন মালিকরা।  বৈঠকে শ্রমিক নেতা কাঞ্চনকে আটক না করার আগ পর্যন্ত কিশোরগঞ্জের সাথে অনিদিষ্টকালের জন্য সারাদেশের বাস চলাচল বন্ধ রাখে।

তবে, বাস চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান।

নূর মোহাম্মদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।