রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক : ভারতের স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৭ নভেম্বর ২০১৭

ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক। তাদের সন্ত্রাসী বলা হলেও নাগরিক হিসেবে মিয়ানমারকেই স্বীকৃতি দেয়া উচিত।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেমে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অধিবেশন চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সুমিত্রা মহাজন বলেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিষয়টি একটি সমস্যা। মিয়ানমারে যে ঘটনা হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই। মিয়ানমারও আমাদের প্রতিবেশী দেশ, সেখানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। সে বিষয়টিও আমাদের দেখতে হবে।

প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হয়েছে সিপিএ’র ৬৩তম সম্মেলন। এই সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন স্পিকার সুমিত্রা মহাজন।

এইচএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।