গম আমদানির অনিয়ম তদন্তে নির্দেশনা চেয়ে রিট


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৯ জুন ২০১৫

ব্রাজিল থেকে গম আমদানির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। একই সঙ্গে এই রিটে বিএসটিআইয়ের মাধ্যমে এই গম পরীক্ষার অনুমতিও চাওয়া হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী পাভেল মিয়া হাইকোর্টে এ রিট দায়ের করেছেন। বিচারপতি কাজী মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির ওপর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের কাটিং নিয়ে পাভেল মিয়া হাইকোর্টে এ রিট দায়ের করেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।