চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৯ জুন ২০১৫

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা বন্দরের বহির্নোঙরে বিমানটি বিধ্বস্থ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার দুরুল হুদা।

তিনি জানান, চট্টগ্রামের পতেঙ্গা স্থলসীমা থেকে আট মাইল দূরে সাগরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দুইজনই নিখোঁজ রয়েছেন। এর মধ্যে প্রশিক্ষণার্থী পাইলটের নাম তাহমিদ বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিধ্বস্থ বিমানের অবস্থান সনাক্ত করা গেছে। বিমান, নৌ কোষ্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।