ব্যবসায়ী অপহরণের দায়ে সেনা সদস্যসহ আটক ৫
ব্যবসায়ী অপহরণের দায়ে রাজধানীর আদাবর থেকে সাবেক দুই সেনা সদস্যসহ পাঁচজনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে তুরাগ থানাধীন বাড়ী নং-৭২, রোড নং-০১, ব্লক-এ, ফুলবাড়ীয়া থেকে অপহৃত মো. মোকলেছুর রহমান নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় আটকৃতরা হলেন, মো. আব্দুল গফুর, গোলাম মোহাম্মদ চৌধুরী, মো. আজাদ হোসেন ওরফে রুকন, মো. সোহানুর আলম ও মো. সানাউল্লাহ। এসময় পুলিশ হেফাজতে ভিকটিমের কাছ থেকে নেয়া এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে তেইশ হাজার টাকা উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, গত বৃহস্পতিবার মোকলেছুর রহমান নামের স্থানীয় এক ব্যবসায়ীকে অপহরণ করে অজ্ঞাত স্থান থেকে ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র।
এই ঘটনায় অপহৃতের চাচাত ভাই আদাবর থানায় গত শনিবার ভাই নিখোঁজ এবং ফোনে অজ্ঞাত পরিচয়ে ত্রিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এই মর্মে একটি সাধারণ ডায়েরি করেন।
এর পরপরই আদাবর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন এবং প্রযু্ক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে অপহৃত মোকলেছুরকে উদ্ধার ও অপরহরণকারীদের আটক করা হয়।
জিডির তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই মাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকারী চক্রের পাঁচ জনের মধ্যে দুইজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন। তবে তারা অবসরপ্রাপ্ত নাকি চাকুরিচুত্য সে ব্যাপারে এখোনো নিশ্চিত হওয়া যায়নি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজ আল ফারুক অভিযানটি পরিচালনা করেন।
এআর/জেইউ/এসকেডি/এমএস/আরআই