ফিফার দুর্নীতি নিয়ে হলিউডে সিনেমা


প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৯ জুন ২০১৫

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নানা দুর্নীতি নিয়ে হলিউডে চলচ্চিত্র তৈরী করছেন পরিচালক গ্যাভিন ওকনর। চলচ্চিত্রের নেপথ্যে রয়েছেন অস্কারজয়ী হলিউড তারকা বেন অ্যাফ্লেক। খবর ওয়েবসাইটের।

জানা যায়, ছবির প্রযোজকও বেন অ্যাফ্লেক। ছবির মূল চরিত্র তৈরি হবে চাক ব্লেজারকে মাথায় রেখে। ফিফা এক্সিকিউটিভ কমিটির এই সাবেক সদস্য এফবিআইকে সাহায্য করেন ফিফা কর্তাদের বিরুদ্ধে নানা তথ্য দিয়ে।

ব্লেজারের তথ্যের ওপর ভিত্তি করেই গত মাসে ১৪ জন ফিফা কর্মকর্তাকে জুরিখ থেকে গ্রেফতার করে সুইস পুলিশ। ব্লেজার নিজেও দুর্নীতির দায় মেনে নেন।

এদিকে ব্লাটার জানালেন, ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত তার জীবনে নতুন স্বাধীনতা নিয়ে এসেছে।

সুইস সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, ফিফা এবং আমার কর্মীদের ওপর যে চাপ তৈরি করা হয়েছিল সেটা কমানোর একমাত্র রাস্তা ছিল আমার সরে দাঁড়ানো।

প্রসঙ্গত, এর আগেও ফিফা নিয়ে সিনেমা তৈরী করা হয়েছিল। কিন্তু মাত্র ৯১৮ মার্কিন ডলারের ব্যবসা করার পর সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে তুলে নেয়া হয়।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।