রিজার্ভ ট্যাংকে গৃহবধুর লাশ : স্বামীসহ আটক ৫


প্রকাশিত: ০৫:২৫ এএম, ২৯ জুন ২০১৫

রাজধানীর শাহ আলী থানাধীন এলাকায় একটি বাড়ির পানির রিজার্ভ ট্যাংক থেকে বৃষ্টি (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহ আলী থানার গুদারাঘাট ব্লক-এইচ, রোড ৫/১, হাউজ-৬/৭ থেকে রোববার রাতে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধুর স্বামী মহিউদ্দিনসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহিন মন্ডল। তিনি জাগো নিউজকে জানান, রোববার রাতে বাড়ির কেয়ারটেকার পানির মজুদ দেখার জন্য রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে বৃষ্টির লাশ দেখতে পান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহে পচন ধরেছে। তিনদিন আগে বৃষ্টিকে শ্বাসরোধে হত্যা করে পানির ট্যাংকে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের শশুড় শাশুড়ি, চাচা শশুড়, বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে।

ওসি জানান, নিহতের বাবা মহসিন আলী থানায় এসেছেন। তিনি ৩০২ ধারায় একটি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।