ঈদ উপলক্ষে নৌ সার্ভিস শুরু ১৪ জুলাই


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৯ জুন ২০১৫
ফাইল ছবি

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-বরিশাল রুটে আগামী ১৪ জুলাই থেকে বিশেষ সার্ভিস শুরু করবে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৪ জুন ঢাকা থেকে ঈদের বিশেষ সার্ভিস শুরু করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঈদের পর চার দিন থাকবে এই সার্ভিস। তবে যাত্রীর চাপ থাকলে আরো দুই দিন বৃদ্ধি করা হতে পারে।

তিনি আরো জানান, ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-মোড়েলগঞ্জ পর্যন্ত স্টিমার সার্ভিস এবং উপকূলীয় নৌপথে সি-ট্রাক সার্ভিসের নিয়মিত জাহাজের সঙ্গে অতিরিক্ত জাহাজ যুক্ত হবে।

বিআইডবিল্গউটিসি সুত্রে জানা গেছে, বিশেষ সার্ভিস শুরুর আগেই উদ্বোধন করা হবে বিআইডবিল্গউটিসির নতুন জাহাজ এমভি মধুমতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর জাহাজটি ঢাকা-বরিশাল রুটে যুক্ত হবে।

বিআইডব্লিউটিসির একাধিক সুত্র জানায়, ঢাকা-বরিশাল রুটে এমভি মধুমতি যুক্ত হলে প্রত্যাহার করা হতে পারে সংস্থার অপর জাহাজ এমভি বাঙ্গালি। সেদিক থেকে ঢাকা-বরিশাল রোটে ঈদে জাহাজ সংখ্যা বাড়ছে না।

নজরুল ইসলাম মিশা বলেন, গত বছর ঈদ মৌসুমে `পিনাক` লঞ্চ দুর্ঘটনায় অনেক যাত্রীর প্রাণহানির ঘটনাটি বিবেচনায় রেখে এবার যাত্রী পারাপারের জন্য এমভি বাঙ্গালি জাহাজটি ওই রুটে নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এদিকে বিআইডব্লিউটিসির বরিশালের উপ-মহাব্যবস্থাপক গোপাল মজুমদার জানান, ঈদের বিশেষ সার্ভিসের বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো দাপ্তরিক চিঠি পাননি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।