আবাসিকে নতুন গ্যাস সংযোগ দিচ্ছে না সরকার
দীর্ঘদিন ধরে রান্নার কাজে মূল্যবান জ্বালানি গ্যাসের যথেচ্ছা ব্যবহার রোধ এবং শিল্পাঞ্চলে গ্যাসের পূর্ণ সরবরাহ নিশ্চিত করতে, আবাসিক লাইনে নতুন করে আর কোনো গ্যাস সংযোগ না দিয়ে, বিকল্প জ্বালানি হিসেবে প্রয়োজনে ভর্তুকি দেয়া হবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- এলপিজি খাতে। সরকারি সিদ্ধান্তের এমনই ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে গ্রাহকদের কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- এলপিজি পৌঁছে দেয়ার চিন্তা-ভাবনা করছে সরকারের নীতি-নির্ধারণী মহল।
তবে, জ্বালানি বিশ্লেষকদের দাবি এলপিজি`তে ভর্তুকির পাশাপাশি বাজারে এর দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক গ্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে না পারলে, কাজ হবে না কিছুই।
অন্যদিকে, জ্বালানি বিশেষজ্ঞের ড. এম শামসুল আলমের বলেন, কালোবাজারি নিয়ন্ত্রণ করে সরকারি ও বেসরকারি গ্যাস বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ বাজার নিশ্চিত করতে হবে। তা না হলে ভর্তুকির কোনো সুফল পাবে না গ্রাহক।
এসকেডি/এমএস