দুই দিনে তৈরি হয়ে যাবে বাড়ি!


প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৮ জুন ২০১৫

কত সাধ্য সাধনা, নকশা, ইট, কাঠ, রড সিমেন্টের হিসেব, স্থপতি-প্রকৌশলি-মিস্ত্রি- আরো কত কিছুর পর শেষে একটা বাড়ি দাঁড়ায়। কম ঝক্কির ব্যাপার তো নয়!

কিন্তু এই বাড়িই যদি হয়ে যায় মাত্র ২ দিনে? ঘটনা কিন্তু তা-ই! আপনার সাধের বাড়ি বানাতে এখন লাগবে মাত্র ২ দিন। শুনতে খানিকটা আজগুবি লাগলেও মাত্র ৪৮ ঘণ্টায় এবার আস্ত একটা বাড়ি ফেলতে পারবে অস্ট্রেলীয় এক নির্মাতার হাতে তৈরি মেশিন ‘হাড্রিয়ান’।

কী করে এই অসাধ্য সাধন করতে পারবে হাড্রিয়ান?

রোবট এই বিল্ডার কাজ করে ফুললি অটোমেটিক সিস্টেমে। অনেকটা সাধারণের বাড়িতে ব্যবহৃত ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো। প্রতি ঘণ্টায় নিজের রোবোটিক ‘হাত’ ব্যবহার করে ১০০০ টি করে ইট গেঁথে ফেলতে পারবে এই মেশিন।

শুধু তাই নয়, ইট গাঁথুনির কাজ নিখুঁত হল কি না, তা জানতে নিজের থ্রি ডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে হাড্রিয়ান। এর জন্য এই মেশিনের শরীরের বসানো হয়েছে অত্যাধুনিক থ্রি ডি কম্পিউটার এইডেড ডিজাইন বা সি এ ডি। ইট বসানোর সময় প্লাম্বিংয়ের কাজের জন্য পর্যাপ্ত স্পেস রেখে দেবে এই রোবটিক মেশিন।

এই সাধের প্রোজেক্টটি বানাতে গত ১০ বছর ধরে ৭ মিলিয়ন ডলার খরচ হয়েছে। কাজে কোনও ক্লান্তি নেই হাড্রিয়ানের। সারাক্ষণ, সারাবছর ধরে বাড়ি বানালেও এই মেশিনের কোনও ক্ষতি হবে না, দাবি প্রস্তুতকারক সংস্থার।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।