রংপুরে ১৪৪ ধারা জারি


প্রকাশিত: ০৩:১৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

রংপুরে একই স্থানে সভা আহ্বান করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন এ ধারা জারি করে।

শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা বহাল থাকবে। জেলা প্রশাসক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় পার্টির পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী রাঙা গ্রুপ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার গ্রুপ পাবলিক লাইব্রেরি মাঠে শনিবার সকাল ১১টায় সভা আহ্বান করে। একই সময় সভা আহহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ ধারা জারি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।